দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য ও পুর্নবাসন খাতকে শক্তিশালী করা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৩ মে) দিনব্যাপী সিভিল সার্জন অফিসের হল রুমে প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন হ্যান্ডিক্যাপ এবং ডিপিওডি’র যৌথ আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম মোস্তাফিজুর রহমান।
ডিপিওডি’র সভাপতি মজিবুল হকের সভাপতিত্বে সংলাপে বক্তব্য রাখেন, হ্যান্ডিক্যাপের প্রজেক্ট ম্যানেজার গোলাম মোস্তফা, ডিপিওডি’র পরিচালক শহিদুল ইসলাম প্রমুখ।
সিভিল সার্জন অফিসের সকল কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও ফিজিওথেরাপি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ সংলাপে অংশ নেন।