দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ধুলুটিয়া গ্রামে শনিবার(১০ জুন) বিকালে প্রতিবেশির এক ঘুষিতে বৃদ্ধ মো. পাকিস্তান মিয়া খুন হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত শওকত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার ধুলুটিয়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে মো. পাকিস্তান মিয়ার ছাগলে প্রতিবেশি আব্দুস ছাত্তারের খড়ের গাদা নষ্ট করছিল। এ নিয়ে আব্দুস ছাত্তারের ছেলে জাহিদ(৩০) ও প্রতিবেশি মো. পাকিস্তান মিয়ার(৫০) মধ্যে শনিবার বিকালে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে জাহিদ উত্তেজিত হয়ে মো. পাকিস্তানকে সজোড়ে ঘুষি মারলে তিনি লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
করটিয়া ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।