দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলায় কাজীপুরস্থ মিতালী যুব সংঘের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৭ নভেম্বর) বিকালে কাজীপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় মিতালী যুব সংঘ বনাম বিষ্ণপুর নবারুন যুব সংঘ অংশ নেয়।
টাঙ্গাইলের ফুটবলাররা খেলার শুরু থেকে শেষ বাঁশি বাজানো পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলা প্রদর্শন করে। তাদের নৈপূণ্যময় ফুটবল খেলা উপভোগ করে কয়েক হাজার দর্শক।
টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত ৬০ মিনিটের সময়সীমা শেষ হলে টাইব্রেকারে মিতালী যুব সংঘকে ২-৩ গোলে হারিয়ে বিষ্ণপুর নবারুন যুব সংঘ চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন ক্লাব ৩২ইঞ্চি এলইডি টিভি ও রানার আপ দল ২৪ইঞ্চি এলইডি টিভি পুরস্কার দেওয়া হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর মালেক সরকার,
রুস্তম আলী, মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার (স্বর্ণা), সাবেক কাউন্সিলর হাসিম ইমাম তালুকদার, আব্দুল্লাহ আল মামুন (বাদশা), ক্লাবের উপদেষ্টা মনিরুজ্জামান খোকা তালুকদার।
