দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হককে অন্যত্র বদলি করা হলেও এখনও তিনি কর্মস্থলে রয়েছেন। পরিবেশ অধিদপ্তরের উপ-সচিব মো. আব্দুল্লাহ আল মাসউদ স্বাক্ষরিত অফিস আদেশে ওই কর্মকর্তাকে গত ৭ এপ্রিলের মধ্যে বদলিকৃত কর্মস্থল গাজীপুর জেলা পরিবেশ কার্যালয়ে যোগদান করতে বলা হয়। কিন্তু বুধবার(১৬ এপ্রিল) এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি পূর্বের কর্মস্থলেই রয়েছেন।
গত ২৫ মার্চ পরিবেশ অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়, ‘পরিবেশ অধিদপ্তরের নি¤œবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি/পদায়ন করা হয়। বর্ণিত কর্মকর্তাগণ ৭ এপ্রিল অপরাহ্নের মধ্যে স্ব স্ব কর্মস্থল হতে অবমুক্ত হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’
ওই আদেশে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আরেফিন বাদলকে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে এবং টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হককে গাজীপুর জেলায় বদলি করা হয়। একই অফিস আদেশে মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুনকে উপ-পরিচালক (পানি ও জৈব) প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা শাখা হতে মানিকগঞ্জ জেলা পরিবেশ কার্যালয়ে বদলি করা হয়।
বদলি হওয়ার পরও নতুন কর্মস্থলে কেন যোগদান করছেন না এমন প্রশ্নে কোন মন্তব্য করেননি টাঙ্গাইলের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক। তিনি বলেন, উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ছাড়া তিনি কোন মন্তব্য করবেন না। এছাড়া পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চল থেকে কোন আদেশ না আসা এবং যাকে টাঙ্গাইলে বদলি করা হয়েছে তিনি যোগদান না করায় তিনি নিয়মিত অফিস কনছেন।
পরিবেশ অধিপ্তরের উপ-সচিব মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, তার ইচ্ছেতে সেখানে থাকছেন না। এটা উর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন।