দৃষ্টি নিউজ:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(৬ অক্টোবর) সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সবজি বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
অনুষ্ঠানে ২৫০জন বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সাড়ে ৪ হাজার নগদ টাকা এবং ঢেঁড়স, করলা, লাউ, শসা, মিষ্টি কুমড়া, বরবটি, লাল শাক ও পুঁইশাকের বীজের একটি করে প্যাকেট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এমএ রৌফ, রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক বোর্ড মেম্বার রবিন্দ্র মোহন সাহা, সদস্য সালাউদ্দিন হায়দার, ইউনিট অফিসার এটিএম জিয়াউল হাসান প্রমুখ।
