আজ- শুক্রবার | ২৪ জানুয়ারি, ২০২৫
১০ মাঘ, ১৪৩১ | রাত ১২:১৮
২৪ জানুয়ারি, ২০২৫
১০ মাঘ, ১৪৩১
২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ, ১৪৩১

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ

দৃষ্টি নিউজ:

dristy.tv pic-80
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪২৪ বরণ করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার(১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় টাঙ্গাইল-৫(সদর) আসনের সাংসদ আলহাজ মো. ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মনোয়ারা বেগম, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়।  dristy.tv pic-79
শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা রঙ ও সাজে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেয়। পরে জেলা পরিষদ মাঠে তিনদিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।
এদিকে, টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে সকালে বঙ্গবন্ধু অডিটরিয়ামে নববর্ষকে নানা আয়োজনে বরণ করে নেয়া হয়। আয়োজনের মধ্যে ছিল, বৈশাখী সাজে সমবেত সঙ্গীত, অঅলোচনা ও পরে প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের পরিবারের সৌজন্যে পান্তা-ইলিশ ভোজন। এছাড়া নববর্ষ বরণ উপলক্ষে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে ঘোড়দৌঁড় ও বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়