দৃষ্টি নিউজ:

টাঙ্গাইর সদর উপজেলার কাতুলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বহিস্কৃত শিক্ষক আব্বাস উদ্দিনকে স্ব-পদে পুন:বহালের প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থী ও অবিভাবকরা।
রোববার(২ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি ও শিক্ষা) মো. বজলুর রশীদের হাতে স্মারকলিপি প্রদান করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী নাহার চাকলাদার, মতিয়ার রহমান, ইসমাইল হোসেন প্রমুখ।
স্মারকলিপি গ্রহন করে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. বজলুর রশীদ শিক্ষার্থীদের পাশে থেকে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, কাতুলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্বাস উদ্দিনকে ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় বিদ্যালয় কর্তৃৃপক্ষ প্রায় দুই বছর পূর্বে বহিস্কার করে।
