আজ- শুক্রবার | ৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২ | রাত ৪:০৬
৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২
৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক, ১৪৩২

টাঙ্গাইলে বাস চাপায় পুলিশ সদস্য নিহত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের সিএনবি রোডে সা’দত কলেজের বাসের চাপায় বুধবার(৫ ফেব্রুয়ারি) সকালে আরমান রায়হান নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত পুলিশ কনস্টেবল আরমান রায়হান (২৩) টাঙ্গাইল পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নারান্দি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী এমদাদুল হক অপু জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই স্থানে দুর্ঘটনার পর বিকট শব্দ হয়। পিছনের দিকে তাকিয়ে তিনি দেখতে পান, একজন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। পাশেই মোটরসাইকেল পড়ে ছিল। কয়েকজন মিলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম জানান, সকালে কর্মস্থলে যাওয়ার সময় সরকারি সা’দত কলেজের বাসের সাথে নিহত পুলিশ সদস্য আরমানের মোটর সাইকেলের ধাক্কা লাগে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত সরকারি সা’দত কলেজের বাস ও চালককে আটক করা হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়