আজ- ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ সোমবার  ভোর ৫:৪২

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংর্ঘষে দু’জন নিহত

 

দৃষ্টি নিউজ:

road-accident20160916131014
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কুর্নি নামকস্থানে শনিবার(১৭ সেপ্টেম্বর)  সকাল সাড়ে ৭টার দিকে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫জন আহত হয়েছেন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের মির্জাপুর উপজেলার কুর্নি নামকস্থানে এসে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই এক মহিলা ও এক পুরুষ নিহত হয়। তবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালায়। নিহতদের লাশ মির্জাপুর কমুদিনী হাসপাতালে রাখা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno