দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল লিংক রোডে শনিবার(২২ জুলাই) সকালে বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে বাসের হেলপার নিহত হয়েছেন । এতে অন্তত ১০জন আহত হন। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, নীলফামারী থেকে ছেড়ে আসা একটি বাস ঢাকায় যাচ্ছিল । অপরদিকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক বাসাইল লিংক রোডে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত এবং ১০ জন আহত হন ।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্য তিনজনের অবস্থা আশঙ্কাজনক।