আজ- বৃহস্পতিবার | ২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১ | রাত ৯:০২
২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১
২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ, ১৪৩১

টাঙ্গাইলে বিএনপির চার নেতার বহিস্কার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল জেলা বিএনপির চার নেতার বহিস্কার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভার অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৫ আগস্ট) সকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে সমবেত হয়। পরে একটি বিক্ষেভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে শেষ হয়। সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, সা’দত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আজিজুল রহমান দুলাল, সাবেক জিএস সৈয়দ আব্দুল মান্নান বাবুল, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক খান নিক্সন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুদ রানা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা তরিকুল ইসলাম ঝলক, টাঙ্গাইল শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক টুটুল, ছাত্রদল নেতা আব্দুল বাতেন, আব্দুল্লাহ প্রমুখ। মিছিল ও পথসভায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একাংশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ৩১ জুলাই টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন, হাসানুজামিল শাহীন, কাজী শফিকুর রহমান লিটন ও আহমেদুল হক শাতিলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কার করে বিএনপি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়