দৃষ্টি নিউজ:
ঢাকায় মঞ্চে চলমান নাটক বন্ধ করে দেওয়া এবং শিল্পকলায় প্রতিবাদ সভায় নাট্যকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মান্ববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার(৯ নভেম্বর) বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে টাঙ্গাইলের বিক্ষুদ্ধ নাট্যকর্মীদের ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নাট্য নির্দেশক জাকির হোসেন, করোনেশন ড্রামাটিক ক্লাবের (সিডিসি) নাট্য সম্পাদক শাহ মেহেদী সুমন, নগর নাট্যদলের সাবেক সভাপতি উৎপল চক্রবর্তী, অধ্যাপক দেবশীষ দেব প্রমুখ। মানববন্ধনটি সঞ্চালনা করেন, নাট্য নির্দেশক সাম্য রহমান।
বক্তারা, ঢাকায় মঞ্চে চলমান নাটক বন্ধ করে দেয়ার তীব্র নিন্দা জানান। এছাড়াও শিল্পকলায় প্রতিবাদ সভায় মামুনুর রহমানসহ নাট্যকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
এ সময় জেলা শহরের বিভিন্ন সংগঠনের নাট্য ও সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ জনতা অংশ নেয়।