দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে বিদেশি অস্ত্র ও গুলি সহ দু’সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার(১৭ অক্টোবর) সকালে সদর উপজেলার বাসা খানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, বাসাখানপুরের মৃত আবেদ আলীর ছেলে আবু হানিফ (২৮) ও আবু সাঈদদের ছেলে সাইফুল ইসলাম (২২)।
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ কোম্পানীর কমান্ডর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রাণী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে র্যাব সদস্যরা বাসাখানপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এসময় আবু হানিফ ও সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশী করে একটি বিদেশী নাইন এমএম রিভলবার, ম্যাগজিন সহ ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তারা দীর্ঘ দিন যাবৎ মাদক সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে। এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।