দৃষ্টি নিউজ:
‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার’ এই স্লোগানে টাঙ্গাইলে বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার(২৪ মার্চ) সিভিল সার্জন অফিস, ডেমিয়েন ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইল জেলা শাখা যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
রোববার সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ নুরুল আমিন মিয়া। নাটাব টাঙ্গাইল শাখার সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান, ডেমিয়েন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক কবির মোহাম্মদ মনিরুল আজম খান, টিবি কনসালটেণ্ট ডা. তৌফিক হাসান ও ব্র্যাকের জেলা কর্মকর্তা মুনির হোসেন খান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, নাটাবের সাধারণ সম্পাদক ডা. শম্ভুনাথ চক্রবর্তী। অনুষ্ঠান উপস্থাপনা করেন, অ্যাডভোকেট আল রুহী।
