দৃষ্টি নিউজ:

‘কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষার স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা’- প্রতিপাদ্যে টাঙ্গাইলে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।
টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শনিবার(৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মো. আব্দুল করিম।
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রাজ্জাক মিঞার সভাপতিত্বে বিদ্যালয়ের আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মো. আমিনুল ইসলাম ফকির, ফেরদৌসী বেগম, ফরিদ আহমেদ প্রমুখ। এ উপলক্ষে গুণী শিক্ষকদেরকে ফুলেল শুভেচ্ছা ও বিশেষ সম্মান জানানো হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।