দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩ অক্টোবর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর
আহমেদ, ডব্লিউএইচও ডা. রিফাত আরেফিন, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. সোলায়মান হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
https://youtu.be/8rQJjJQSph4
সভায় ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সী ৫৪ হাজার ৮০০ শিশুকে একটি করে নীল রংয়ের (১ লক্ষ আইইউ) ও ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত ৪ লাখ ৬২ হাজার একটি করে লাল
রংয়ের (২ লক্ষ আইইউ) ভিটামিন এ প্লাস ক্যাপসুল খায়ানো হবে বলে অবহিত করা হয়।
