আজ- শুক্রবার | ১৮ জুলাই, ২০২৫
৩ শ্রাবণ, ১৪৩২ | সকাল ১১:০৮
১৮ জুলাই, ২০২৫
৩ শ্রাবণ, ১৪৩২
১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ, ১৪৩২

টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১২ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিজা আক্তার।

এ সময় টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তত্ত¡াবধায়ক ও সহকারী পরিচালক ডা. সাদিকুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া জানান, জেলায় ৬-১১ মাস বয়সী ৫৬ হাজার ১৪৯ শিশুর মধ্যে একটি করে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৭ হাজার ৫৫১ শিশুর মাঝে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।


তিনি আরও জানান, জেলায় তিন হাজার ১০ টি কেন্দ্রে সাত হাজার ২৩৭ জন কর্মী নিয়োজিত রয়েছে। ইতোমধ্যে উপজেলা পর্যায়ে দুই ধরণের ভিটামিন এ প্লাস ক্যাপসুল, প্রয়োজনীয় মাস্ক, কাঁচি, পুষ্টি পতাকা ও অন্যান্য লজিস্টিক সরবরাহ করা হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়