
দৃষ্টি নিউজ:
‘দুর্যোগ ঝুঁকি-হ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড প্রতিরোধে সচেতনতা বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১০ মার্চ) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে শহরের বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মজিবর রহমান চৌধুরী, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল গনি, টাঙ্গাইল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. একেএম মোমিনুল হক, বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে।
