আজ- রবিবার | ১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১ | সকাল ৬:০৭
১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১
১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল পৌরসভার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে বুধবার(১২ ফেব্রুয়ারি) সকালে মারা যাওয়া গরুর মাংস বিক্রির দায়ে আনোয়ার হোসেন নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দণ্ডিত আনোয়ার হোসেন(২৮) পৌরসভার ভাল্লুককান্দি এলাকার নুরু মিয়ার ছেলে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার মুহাম্মদ নাজমুল হাসান।

 

 

 

 

 

 

 

জানা যায, টাঙ্গাইল শহরের বেড়াডোমা এলাকার জনৈক বাছের মিয়ার একটি গরু মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মারা যায়। গরুর মালিক বাড়ির পাশেই মরা গরুটি ফেলে রাখেন। শহরের ভাল্লুককান্দি এলাকার লালচান খার ছেলে নুর খা এবং একই এলাকার নুরু মিয়ার ছেলে আনোয়ার হোসেন মরা গরুটিকে সেখান সারা রাত পাহাড়া দেয়। বুধবার ভোরে তারা মরা গরুটির চামড়া ছিলে রিকশাযোগে ওয়ালটন মোড় বাজারে নিয়ে দিলু মিয়ার মাংসের দোকানে বিক্রি করে। গোপনে খবর পেয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতে-নাতে নুর খা ও আনোয়ার হোসেনকে আটক করেন এবং দিলু দৌঁড়ে পালিয়ে যায়।

 

 

 

 

 

 

 

 

 

জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল জানান, গোপনে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নুর খা ও আনোয়ার হোসেনকে ভ্রাম্যমান আদালতের সামনে উপস্থিত করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার মুহাম্মদ নাজমুল হাসান দুজনকে জিজ্ঞাসাবাদ করে আনোয়ার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং নুর খা’র বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে ছেড়ে দেন।

 

 

 

 

 

 

 

এ সময় টাঙ্গাইলের ভেটেনারি ডাক্তার মো. শাহিন আলম, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম সহ বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়