দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোবার(১ মে) সকাল ১১টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শ্রমিক সমাবেশ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মীর লুৎফর রহমান লালজু। জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্য বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা শ্রমিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা আব্দুস সবুর খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ। সমাবেশে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।