দৃষ্টি নিউজ:

সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও শুক্রবার(২৩ অক্টোবর) দেবী দুর্গার মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সোয়া আটটায় নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা শুরু হয়। পূজা শেষে ভক্তরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দেবী দুর্গার পায়ে পুষ্পাঞ্জলি প্রদান করেন।
করোনার কারণে সকল মন্ডপে ভার্চুয়াল অঞ্জলী প্রদানেরও ব্যবস্থা গ্রহন করা হয়।
https://www.youtube.com/watch?v=7RrBaOKFSHk
এদিকে, দুপুর ১২টা ১ মিনিটে কেন্দ্রীয পূজা উদযাপন পরিষদেরে নির্দেশনায় সকল পূজা মন্ডপে করোনা ভাইরাস থেকে মুক্তি এবং দেশ-জাতি ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
