দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা আওয়ামী মহিলা লীগের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার(১১ এপ্রিল) সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে সমাবেশে মিলিত হয়। টাঙ্গাইল জেলা মহিলা লীগের সভাপতি মনোয়ারা বেগম এমপি’র সভাপতিত্বে সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নাহার আহমেদ ও জেলা আওয়ামী মহিলা লীগের যুগ্ম-সম্পাদক রুমা খান, মহিলা বিষয়ক সম্পাদক জেবুন্নেছা চায়না প্রমুখ।