আজ- সোমবার | ১৭ মার্চ, ২০২৫
৩ চৈত্র, ১৪৩১ | সন্ধ্যা ৬:১৩
১৭ মার্চ, ২০২৫
৩ চৈত্র, ১৪৩১
১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৃষ্টি স্পোর্টস:

টাঙ্গাইল স্টেডিয়ামে ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতায় স্বাগতিক টাঙ্গাইল জেলা দলকে হারিয়ে কিশোরগঞ্জ জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার(২৫ নভেম্বর) জেলা মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত দিনব্যাপী ওই মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।


জেলা প্রশাসনের সহযোগিতায় হ্যান্ডবল প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) নাফিসা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সার্বিক) সোহেল রানা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডা. নিশাত তাসনিম, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন-অর-রশীদ, সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার নুরুন্নাহার ঝিলু।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম। হ্যান্ডবল খেলার ধারা বিবরণীতে ছিলেন অধ্যাপক অনীক রহমান বুুলবুল ও বেগুনটাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আলীম।


গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী ও স্বাগতিক টাঙ্গাইল জেলা সহ ৪টি জেলা দল নিয়ে নকআউট পদ্ধতির শুরুর প্রথম ম্যাচে টাঙ্গাইল জেলা হ্যান্ডবল দল ১৯-১ গোলে গাজীপুর জেলা দলকে হারিয়ে ফাইনালে উঠে। দ্বিতীয় ম্যাচে কিশোরগঞ্জ জেলা দল ২২-১ গোলে নরসিংদী জেলাকে হারিয়ে ফাইনালে উঠে।


আর্কষণীয় ফাইনালে কিশোরগঞ্জের সাথে টাঙ্গাইল জেলা হ্যান্ডবল দল ৬-১২ গোলে পরাজিত হয়ে রানার্সআপ হয়। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় কিশোরগঞ্জের ফারদিয়া আক্তার রানী।


খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. ওলিউজ্জামান বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়