আজ- শনিবার | ২২ মার্চ, ২০২৫
৮ চৈত্র, ১৪৩১ | সকাল ৮:০৭
২২ মার্চ, ২০২৫
৮ চৈত্র, ১৪৩১
২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে মাদক বিরোধী প্রচারণায় সাইকেল র‌্যালি

দৃষ্টি নিউজ:

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে টাঙ্গাইলে মাদক বিরোধী বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন ওই সাইকেল র‌্যালির উদ্বোধন করেন।

 

 

 

 

 

 

এসময় অতিথিদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের আয়োজনে তরুণ-যুবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালি সাইকেল আরোহীরা ‘জীবনকে ভালোবাসুন- মাদক থেকে দূরে থাকুন’, ‘মাদককে না বলুন- নতুন বাংলাদেশ গড়ে তুলুন’ সহ নানা স্লোগান সম্বলিত পোস্টার-হ্যান্ডবিল প্রদর্শন করেন।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়