দৃষ্টি নিউজ:
লায়ন্স ক্লাব অব টাঙ্গাইল সিটি ও লিও ক্লাব অব টাঙ্গাইল সিটির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার(৫ অক্টোবর) সকালে মাদক বিরোধী র্যালি, মানববন্ধন ও সচেতনতামূলক লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, রিজিওন চেয়ারপারসন (ক্লাব’স) লায়ন জাফর আহমেদ, জোন চেয়ারপারসন (ক্লাব’স) লায়ন আনম বজলুর রশিদ রিপন, ডিসষ্টিকর্স চেয়ারপারসন কাজী হাবিবুর রহমান আলমগীর, সাইদুর রহমান মল্লিক, লায়ন’স ক্লাব অব টাঙ্গাইল সিটির প্রেসিডেন্ট লায়ন শাহিনুর ইসলাম, ভাইস প্রেসিডেন্ট খন্দকার রাশেদুল আলম, সেক্রেটারী সালেহ মোহাম্মদ শাফী ইথেন প্রমুখ। এ সময় লায়ন্স ক্লাব অব টাঙ্গাইল সিটি, লিও ক্লাব অব টাঙ্গাইল সিটি, বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ডিসাইড’র কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।