দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে মানবকন্ঠের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার(২৫ অক্টোবর) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটরিয়ামে কেট কাটা হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ, সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আখতার শামিম, কামনাশীষ শেখর, সাংবাদিক মীর্জা শাকিল,
হাবিুল্লাহ কামাল, মামুনুর রহমান মিয়া, শামিম আল মামুন, সোহেল তালুকদার, আতিকুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, কাউসার আহম্মেদ, আরিফুর রহমান টগর, কাজল আর্য, তানজিনুল হক রোমন, মোজ্জামেল হক, আলাউদ্দিন লিটু, তোফায়েল আহম্মেদ রনি, শামুজ্জামান জামান, হাবিবুর রহমান হাবিব, সাইদুর রহমান সুইট, সোহেল রানা, সোহেল শিকদার, হাসান সিকদার, আরিফ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন মানবকন্ঠের টাঙ্গাইল জেলা প্রতিনিধি নওশাদ রানা সানভী। এসময় বিভিন্ন মিডিয়ার কর্র্ত্যরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।