দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ভিন্ন আঙ্গিকে এবারও তৃতীয় বারের মতো মায়েদের পা ধুয়ে বিশ্ব ভালবাসা দিবস উদযাপন করা হয়। বৃহস্পতিবার(১৪ ফেব্রুয়ারি) সকালে হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের উদ্যোগে এসপি পার্কে দুই শতাধিক মায়ের পা ধুয়ে ভালবাসার প্রকাশ করে শিশুরা। পরে ‘মায়ের জন্য ভালবাসা’ স্লোগান দিয়ে শিশুরা মাদের হাতে সম্মাননা পদক তুলে দেয়।
হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের চেয়ারম্যান সাংবাদিক নওশাদ রানা সানভীর সঞ্চালনায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম ও জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভী।
