দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে ম্যাটস্ শিক্ষার্থীদের চলমান সংকট নিরসনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার(২৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মেডিকেল ডিপ্লোমা এডুকেশন অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আমিনুল ইসলাম, ডিপ্লোমা ইন্টার্নি ডক্টর অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শুভ কুমার বিশ্বাস, পাঁচ দফা দাবি বাস্তবায়ন কমিটি টাঙ্গাইল জেলা শাখার মুখপাত্র মো. খাইরুল আহ্সান, যুগ্ম-আহবায়ক রেদুয়ান ইসলাম, জাহিদ হাসান রবি, রাইজুল, শুকুর মাহমুদ, মারুফ তরফদার, সৈকত প্রমুখ। [vsw id=”u2Hrnrv5PQQ” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
এরআগে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করে টাঙ্গাইল ডিপ্লোমা চিকিৎসকদের (ডিএমএফ ডিগ্রি) জাতীয় সমস্যা দূরীকরণ আহবায়ক কমিটি। সংবাদ সম্মেলন ও মানববন্ধনে জানানো হয়, বঙ্গবন্ধু পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন অনুযায়ী উচ্চ শিক্ষা, মেডিকেল এডুকেশন বোর্ড গঠন ও ১৬ মার্চ ২০১৭ অতিরিক্ত গেজেট সংশোধন, পদসৃষ্টি ও নিয়োগ বাস্তবায়ন, ইন্টার্নিশীপ ভাতা প্রদান, অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় দশম গ্রেড এ উন্নীত করন- এ পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। ছাত্র নেতারা দাবি করেন, তাদের এ পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামীতে সড়ক অবরোধসহ বিভিন্ন কঠোর কর্মসূচি দেয়া হবে।