দৃষ্টি নিউজ:
ঈদ মোবারক, ঈদ মোবারক। বিশ্ব মুসলিম উম্মা’র সাথে সঙ্গতি রেখে টাঙ্গাইল জেলায়ও যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার(২ সেপ্টেম্বর) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের কারণে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সকাল সাড়ে ৮টায় টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে পবিত্র ঈদুল আজহা’র প্রধান জামাত অনুষ্ঠিত হয়নি। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে ঘন্টাব্যাপী ভারি বৃষ্টি হওয়ার কারণে ঈদগাঁ মাঠে পানি জমে। ধর্মপ্রাণ মুসুল্লীদের সুবিধার কথা চিন্তা করে কর্তৃপক্ষ ঈদগাঁ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত করার সিদ্ধান্ত বাতিল ঘোষণা ও শহরের মাইকিং করে।
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদ ও মাদ্রাসাগুলোতে নিজ নিজ উদ্যোগ ও আয়োজনে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা শহরের টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠ, আলীয়া মাদ্রাসা মাঠ, দিঘুলিয়া ঈদগা মাঠসহ জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরপর ধর্মপ্রাণ মুসল্লিরা নিজ নিজ পশু কোরবানি করেন।