আজ- বৃহস্পতিবার | ২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১ | রাত ৮:৫৮
২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১
২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ, ১৪৩১

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার(১৬ ডিসেম্বর) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্ত¡রের স্মৃতিস্তম্ভ ও শহিদ স্মৃতি পৌর উদ্যানের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, বীর শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া, টাঙ্গাইল স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন,

শহিদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভা, বীরমুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা, মহিলাদের ক্রীড়ানুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, পুরষ্কার বিতরণ, মসজিদ-মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে জাতীয় সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থণা, হাসপাতাল, কারাগার ও সরকারি শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন ইত্যাদি।


শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মোহাম্মদ আলী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীরবিক্রম, সাবেক জেলা কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক, সাবেক জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জহুরুল হক ডিপটী, বীরমুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, বীরমুক্তিযোদ্ধ খন্দকার আনোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন তালুকদার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এদিন সকালে টাঙ্গাইলের জনসেবা চত্ত¡রের সামনে ৩১ বার তোপধ্বনি ও শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন, প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।

এরপর পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের প্রধান নির্বাহী খোন্দকার ফরহাদ আহমদ, সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, উপজেলা পরিষদের পক্ষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

পরে শহরের শহিদ স্মৃতি পৌরউদ্যানে পুনরায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় জেলার বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনতা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরে শহিদ বুদ্ধিজীবী, শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।


টাঙ্গাইল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শরীর চর্চা প্রদর্শন করা হয়। শহিদ স্মৃতি পৌরউদ্যানে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

অপরদিকে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। শনিবার ভোরে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শনের পর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. ফারহাদ হোসেনের নেতৃত্বে ক্যাম্পাসে বিজয় র‌্যালি বের করা হয়।


র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রত্যয়-৭১ এর সামনে গিয়ে শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় পরিবার, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতয়ি ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক), বঙ্গবন্ধু পরিষদ (কর্মকর্তা), ভাসানী পরিষদ, বিশ^বিদ্যালয় ছাত্রলীগ, বাঁধন, ধ্রুবতারা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও প্রত্যয়-৭১ এর পাদদেশে পুস্পস্তবক অর্পণ করা হয়।


কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোষ্ট, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং গোবিন্দ মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়