আজ- রবিবার | ১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১ | ভোর ৫:৫০
১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১
১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে যায়যায়দিনের প্রতিনিধিদের মতবিনিময়

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলায় কর্মরত জনপ্রিয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭ ফেব্রয়ারি) বিকালে জেজেডি ফ্রেন্ডস ফোরাম আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, যায়যায়দিন পাবলিকেশন্স লিমিটেডের সিনিয়র ম্যানেজার মো. নুরুল হক।

 

 

 

 

 

যায়যায়দিন পত্রিকার টাঙ্গাইলের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ঘাটাইল প্রতিনিধি উত্তম আর্য্য, সখীপুর প্রতিনিধি সাজ্জাত লতিফ, কালিহাতী প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, নাগরপুর প্রতিনিধি আবু বকর সিদ্দিক, বাসাইল প্রতিনিধি আবুল কাশেম, দেলদুয়ার প্রতিনিধি মাসুদ রানা, গোপালপুর প্রতিনিধি একিউ রাসেল, ধনবাড়ী প্রতিনিধি হাফিজুর রহমান, ভাসানী বিশ^বিদ্যালয় প্রতিনিধি ইশতিয়াক আহমেদ প্রমুখ।

 

 

 

 

 

 

 

টাঙ্গাইল শহরের বটতলায় আয়োজিত ওই সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেজেডি ফ্রেন্ডস ফোরামের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক কবির হোসেন।

মতবিনিময় সভায় প্রতিনিধিদের নানা সমস্যা ও তা সমাধানের বিষয়ে প্রধান অতিথি মতামত গ্রহণ করেন। কয়েকজন প্রতিনিধির সমস্যা সঙ্গে সঙ্গে সমাধান করে দেন।

 

 

 

 

 

 

 

পরে তিনি সংবাদ সংগ্রহ ও প্রচার-প্রকাশনায় প্রতিনিধিদের সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে গণমানুষের আকাঙ্খাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এছাড়া সকল সমস্যা সমাধানে যায়যায়দিন কর্তৃপক্ষ সব সময় প্রতিনিধিদের সাথে রয়েছে বলেও প্রতিশ্রুতি দেন।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়