দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে দৈনিক যুগান্তরের প্রতিনিধিদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৩ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের নগর সম্পাদক বিএম জাহাঙ্গীর। বিশেষ অতিতি ছিলেন, যুগান্তরের মফস্বল সম্পাদক নাঈমুল করীম নাঈম, সার্কুলেশন ম্যানেজার এমএ হাসান মাহমুদ।
মিলন মেলায় স্বাগত বক্তব্য রাখেন, যুগান্তরের টাঙ্গাইল প্রতিনিধি জাফর আহমেদ। এ সময় উপজেলা প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরপুর প্রতিনিধি আক্তারুজ্জামান বকুল, দেলদুয়ার প্রতিনিধি মো. নুরুল ইসলাম নুরু, মির্জাপুর প্রতিনিধি মো. সাজ্জাত হোসেন, ঘাটাইল প্রতিনিধি মো. ফজলুর রহমান, মধুপুর প্রতিনিধি মো. শহিদুল ইসলাম, কালিহাতী প্রতিনিধি তারেক আহমেদ, ভূঞাপুর প্রতিনিধি মো. আসাদুজ্জামান বাবুল, গোপালপুর প্রতিনিধি মো. সেলিম হোসেন, সখীপুর প্রতিনিধি মাসুদ উজ্জামান রানা।
এ সময় বক্তারা বলেন, পাঠকের কাছে যুগান্তরের গ্রহণযোগ্যতা বৃদ্ধির পাশাপাশি অধিক আকর্ষণীয় করতে রিপোর্টিংয়ের মান-উন্নয়নে প্রতিনিধিদের আরও মনোযোগী হওয়া প্রয়োজন। একই সঙ্গে পত্রিকার সার্কুলেশন বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশল নির্ধারণের ওপরও গুরুত্ব দেওয়া দরকার।
শেষে প্রতিনিধিদের উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুগান্তরের নগর সম্পাদক বিএম জাহাঙ্গীর।