দৃষ্টি নিউজ:
আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে টাঙ্গাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও ক্যাব আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন, ক্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডক্টর সৈয়দ মিজানুর রহমান।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ইয়াসির আরাফাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশের পরিদর্শক মিজানুর রহমান, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইল জেলা ক্যাবের প্রতিনিধি মুহাম্মদ আবু জোবায়ের উজ্জল প্রমুখ।
সভায় আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতরে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।