দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ত্রিবেণী এবং বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯২ ব্যাচের শিক্ষার্থীরা পবিত্র রমজান মাসে রোজাদারদের জন্য মাসব্যাপী বিনামূল্যে ইফতারি প্রদান করে ব্যাপক আলোচিত হয়েছে। রোজার প্রথম দিন থেকে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠন দুটির উদ্যোগে বিনামূল্যে সর্বসাধারণের জন্য চলছে ইফতার আয়োজন। এছাড়া এখানে প্রতিদিনই ইফতারের আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
প্রতিদিন ইফতার শুরুর ঘণ্টা খানেক আগে থেকে শহীদ মিনারে সমবেত হতে থাকেন রোজাদাররা। দিনমজুর, রিকশাওয়ালা, ভিখারি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যারা সময়ের অভাবে অথবা অর্থাভাবে কিনে ইফতার করার সুযোগ পান না তারা বসে পড়েন এই আয়োজনে।
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ত্রিবেনী’র সভাপতি বাপ্পী ইসলাম বলেন, কাজের তাগিদে যারা বাড়ি যেতে পারেন না অথবা গরীব-দুস্থ মানুষ যারা অর্থের অভাবে ইফতার কিনে খেতে পারেন না তাদের কথা চিন্তা করে আমরা গত বছর রোজার সময় থেকে এই ইফতার আয়োজন শুরু করি। এ বছরও রোজার প্রথম দিন থেকেই ইফতার আয়োজন করে আসছি। প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার ২৫০ থেকে ৩০০ লোক এই ইফতারে অংশগ্রহণ করে থাকেন। তিনি জানান, সংগঠনের সদস্যদের কাছ থেকে নেওয়া চাঁদায় গড়া নিজস্ব তহবিল থেকে এই ইফতারের খরচ যোগান দেওয়া হয়। ইফতারিতে প্রতিদিনই থাকে সরবত, যেকোনও একটি ফল, ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর ও জিলাপি। এছাড়া সপ্তাহে দুই দিন খিচুড়ি দেওয়া হয়। [vsw id=”B_AEgrnPL4Q” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
ত্রিবেণী’র সদস্য শামীম আল মামুন ও বিভুতি ভট্টাচার্য বলেন, প্রতিদিনি আমরা প্রায় তিনশ জনের ইফতার আয়োজন করি। তারপরও মাঝে মধ্যে লোক বেশি হয়ে যায়। দেখা যায় সাইরেন দেওয়ার ঠিক আগ মুহুর্তে অনেক রিকশাওয়ালা একসঙ্গে এসে পড়ে। তারপরও আমরা ম্যানেজ করে নেই। তখন বড় বড় ডিশে ছোলা, মুড়ি, বড়া সব একত্র করে মাখিয়ে পরিবেশন করি। আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই মাঝে মধ্যে এখানে এসে ইফতার পরিবেশনে সহায়তা করেন।