আজ- শুক্রবার | ১৩ ডিসেম্বর, ২০২৪
২৮ অগ্রহায়ণ, ১৪৩১ | রাত ৩:০২
১৩ ডিসেম্বর, ২০২৪
২৮ অগ্রহায়ণ, ১৪৩১
১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১

টাঙ্গাইলে শহীদ স্মৃতি ক্রিকেটার্স টুর্নামেন্টে আমেনা স্পোর্টস চ্যাম্পিয়ন

দৃষ্টি স্পোর্টস:

টাঙ্গাইলে শহীদ স্মৃতি ক্রিকেটার্স কাপ টি-টুয়েন্টি টুর্নামেন্টে আমেনা স্পোর্টস হাউস ৮উইকেটে ইউনিক ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার(১২ নভেম্বর) বিজয়ী ও বিজিত দলের মাছে ট্রফি বিতরণ করেন, প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।

 

 

 

 

 

 

 

 

 

খেলায় টস জয়ী ইউনিক ক্লাব প্রথমে ব্যাটিং করে ১৮.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ৭১ রান করে। দলের পক্ষে দেবাশীষ সর্বোচ্চ ২৭ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের হাসান ৩টি এবং অনিক ও রেকাব ২টি করে উইকেট দখল করে। জবাবে আমেনা স্পোর্টস হাউস ৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৬ রান করে চ্যাম্পিয়ন হয়। দলের পক্ষে বাংলাদেশ জাতীয় (অনুর্দ্ধ-১৯) ক্রিকেট দলের টাঙ্গাইলের ছেলে রিফাত বেগ সর্বোচ্চ অপরাজিত ৪৩ রান করে।

 

 

 

 

 

 

 

 

খেলায় ম্যান অব দ্যা সিরিজ ইউনিক ক্লাবের রিজান হোসেন, সর্বোচ্চ উইকেট রিফাত আল জাবির, সর্বোচ্চ রান তালহা এবং ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আমেনা স্পোর্টস হাউজের হাসান।

 

 

 

 

 

 

 

 

টাঙ্গাইল স্টেডিয়ামে ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শহরের ৮টি দল নিয়ে ১ নভেম্বর থেকে এ টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেওয়া দলগুলো হচ্ছে- এ গ্রুপে ইয়ং স্পোটিং ক্লাব, টাঙ্গাইল টাইগার্স, টাঙ্গাইল ইউনিক ক্লাব ও আরামবাগ স্পোটিং এবং বি গ্রুপে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, সখীপুর ক্রিকেট এলিভেন, কালিহাতী গ্রীণ ওয়ারিয়র্স ও আমেনা স্পোর্টস হাউস।

 

 

 

 

 

 

 

খেলায় আম্পায়ার ছিলেন তমাল বিহারী দাস ও উত্তম সরকার এবং স্কোরার মেহেদী হাসান খান রাসেল।

 

 

 

 

 

 

টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সঞ্জয় কুমার মহন্ত, ওয়ালটনের সিনিয়র ডেপুটি পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেলা শাখার সভাপতি আলী ইমাম তপন, পথে পান্তরে পত্রিকার সম্পাদক ফিরোজ মান্না, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) এর মানব সম্পদ বিভাগের সহকারী পরিচালক মো. ফয়সাল আহমেদ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন- কোয়াভ এর সভাপতি আবু নাসের মানিক।

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়