দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সিভিল সার্জনের সম্মেলন কক্ষে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১ অক্টোবর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর ওরিয়েণ্টেশনের আয়োজন করে। ওরিয়েণ্টেশনে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
টাঙ্গাইলের সিনিয়র তথ্য কর্মবর্তা কাজী গোলাম আহাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রেজাউর রহমান রেজা, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। সঞ্চালনা করেন, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মঞ্জুর হাসান তালুকদার।
এ সময় টাঙ্গাইলের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
