দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরমু্িক্তযোদ্ধা শেখ কামালের ৬৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার(৫ আগস্ট) দুপুরে ৩৫জন সাবেক খেলোয়ারের নেতৃত্বে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলা আওয়ামীলীগ, জেলা মহিলা অওয়মীলীগ, উপজেলা ও সদর সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক খোরশেদ বাবুল প্রমুখ।
