
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে মো. শামছুল হক(৫০) নামে পল্লী বিদ্যুতের এক শ্রমিক সর্দারকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার(২৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে সদর উপজেলার লতিফপুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক সর্দার দেলদুয়ার উপজেলার কৈজুরী গ্রামের দুখু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শামছুল হক টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ অফিসে কাজ শেষে রাতে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে নিজ বাড়ি দেলদুয়ার উপজেলার কৈজুরী ফিরছিলেন। পথিমধ্যে সদর উপজেলার লতিফপুর এলাকায় পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশাটির পথরোধ করে। এক পর্যায়ে শামছুল হককে আটকে রেখে তার সাথে থাকা অপরযাত্রী মো. হালিম মিয়া ও অটোরিকশা চালককে দুর্বৃত্তরা তাড়িয়ে দেয়। ঘটনাটি আঁচ করতে পেরে অটোরিকশা চালক ও অপর যাত্রী স্থানীয় লোকজন ডাকতে থাকেন। কিন্তু এরইমধ্যে দুর্বৃত্তরা শামছুল হককে বেদম পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার(১ মার্চ) সকালে তার মৃত্যু হয়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের এএসআই মো. নবীন বলেন, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
