আজ- শুক্রবার | ৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২ | রাত ৩:৪৯
৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২
৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক, ১৪৩২

টাঙ্গাইলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন, সংসদ সদস্য ছোট মনির।

টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর তিন দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। শুক্রবার(২৩ আগস্ট) সকালে টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ির আয়োজনে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন করেন, টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।

টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে তিন দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে গীতা পাঠ, পুজা অর্চনা, উপবাস, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় শ্রীশ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

https://youtu.be/DCM4rCFkdvI
টাঙ্গাইলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন, সংসদ সদস্য ছোট মনির।

উদ্বোধনী উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান মামুন প্রমুখ। এ সময় শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী সর্বস্তরের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়