আজ- শুক্রবার | ১৩ ডিসেম্বর, ২০২৪
২৮ অগ্রহায়ণ, ১৪৩১ | রাত ৪:৪৬
১৩ ডিসেম্বর, ২০২৪
২৮ অগ্রহায়ণ, ১৪৩১
১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১

টাঙ্গাইলে সাদ পন্থীদের তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর মিনি স্টেডিয়ামে সাদ পন্থীদের তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার(৮ নভেম্বর) ফজরের নামাজের পর মাওলানা সৈয়দ আনিসুজ্জামানের বয়ানের মাধ্যমে ওই ইজতেমার কার্যক্রম শুরু হয়।

 

 

 

 

 

ইজতেমা সূত্রে জানা যায়, মির্জাপুরের মহেড়া পিটিসি মসজিদের মুফতি নিজাম উদ্দিন বকশি এদিন(শুক্রবার) জুমার নামাজে ইমামতি করেন। পরে কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা আরিফুর রহমান বয়ান করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

ইজতেমা পরিচালনা কমিটির সদস্য মো. শামীমুল ইসলাম জানান, জেলার ১২টি উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসেছেন। এছাড়া ইন্দোনেশিয়া থেকে ৯জনের একটি প্রতিনিধি দল ইজতেমায় অংশ নিয়েছে। জুমার নামাজে প্রায় ১৫ হাজার মুসল্লি অংশ নেয়।

 

 

 

 

 

আগামি রোববার(১০ নভেম্বর) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এ জেলা ইজতেমা শেষ হবে। মোনাজাতে প্রায় ২৫ হাজার মুসল্লি অংশ নেওয়ার আশা করা হচ্ছে।

 

 

 

 

 

 

 

মিনি স্টেডিয়ামে জেলা ইজতেমাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। ইউনিফর্ম ছাড়াও সাদা পোশাকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া গোয়েন্দা তৎপরতাও লক্ষ্য করা গেছে।

 

 

 

 

 

 

 

অন্যদিকে, সাদপন্থীদের ওই জেলা ইজতেমাকে পন্ড করার জন্য এদিন শহরের নিরালা মোড় এলাকায় সমবেত হয়ে সমাবেশ করেছে যোবায়ের পন্থী অনুসারীরা।

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়