আজ- বুধবার | ২৬ মার্চ, ২০২৫
১২ চৈত্র, ১৪৩১ | বিকাল ৫:৪৪
২৬ মার্চ, ২০২৫
১২ চৈত্র, ১৪৩১
২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে সার্ভেয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

টাঙ্গাইলে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার ও সমমানের কর্মকর্তারা তিন দিনের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে।

বুধবার(২ অক্টোবর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভেয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তাবায়ন পরিষদ ওই কর্মসূচি পালন করে।


বুধবার সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম, মো. আব্দুল আওয়াল, সংগঠনের সভাপতি মো. শামচুল আলম, সাধারণ সম্পাদক মো. কামরুল আলম প্রমুখ।


বক্তারা বলেন, ছাত্র বয়স থেকে আমরা অনেকেই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের জন্য আন্দোলন করছি। আমাদের ১০ম গ্রেডের দাবি এর আগে যতবারই বাস্তবায়নে রূপ নেওয়ার প্রক্রিয়ায় গিয়েছে তখনই ভূমি মন্ত্রণালয়ের কোন এক অদৃশ্য কারণে আমাদের দাবি বাস্তবায়ন হয়নি।

এবার সারাদেশে একযোগে আমরা তিন দিনের কর্মবিরতিতে নেমেছি। দাবি আদায় না হলে আগামি ৬ অক্টোবর থেকে কঠোর আন্দোলন শুরু করা হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়