আজ- সোমবার | ২৪ মার্চ, ২০২৫
১০ চৈত্র, ১৪৩১ | সন্ধ্যা ৭:১৪
২৪ মার্চ, ২০২৫
১০ চৈত্র, ১৪৩১
২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে সেতুর শিক্ষাবৃত্তি প্রদান

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটির(সেতু) শিক্ষাবৃত্তি পেয়েছে ১৮ জন অতি দরিদ্র শিক্ষার্থী।

মঙ্গলবার(৩০ জুলাই) শহরের সেতু টাওয়ারে আয়োজিত বুনিয়াদী কার্যক্রমের আওতায় সংগঠিত অতিদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাছে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করেন, প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান।


সেতুর কার্যকরী পরিষদ ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সেতুর নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন।


অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বেলা’র আঞ্চলিক সমন্বয়কারী মীর জালাল আহমেদ উজ্জল, ব্লাস্ট টাঙ্গাইলের সমন্বয়কারী খন্দকার আমিনা রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পঙ্কজ সরকার পিনু।


প্রকাশ, ১৮ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকা সমমূল্যের চেক প্রদান করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়