দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দোয়া ও ইফতার মাহফিল বুধবার(১৪ জুন) বিকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরণ। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ফজলুল হক বাপ্পা, নুরুল ইসলাম, আসাদুজ্জামান জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান সুখন, যুগ্ম-সম্পাদক মো. সাইফুল ইসলাম সরকার, স্বপন চৌধুরী সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
