দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের কাগমারী নামকস্থানে বৃহস্পতিবার(২ নভেম্বর) সকালে বিদ্যুতের খুটি ভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে ইমান আলী(৩৭) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের গন্দপপুর গ্রামের হোসেন মুন্সীর ছেলে।
প্রত্যক্ষদশীরা জানায়, বেপরোয়া গতিতে বৈদ্যুতিক খুঁটি বোঝাই ট্রাক্টরটি নাগরপুরের দিকে যাচ্ছিল। ব্যবসায়ী ইমান আলী বৃহস্পতিবার সকালে শহরের পার্ক বাজারে লেবু বিক্রি শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কাগমারীতে দুঘর্টনার শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে টাঙ্গাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ সায়েদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত ইমান আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক্টরটিকে পুলিশ আটক করেছে।