দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার মাদারজানি নামকস্থানে বুধবার(৫ জুলাই) দুপুরে বাস চাপায় এক নারী(৩৫) নিহত হয়েছেন। নিহতের নাম-পরিচয় পাওয়া পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম বলেন, বুধবার সকালে ঢাকাগামী দ্রুতগামী একটি বাস ওই মহিলাকে চাপা দেয়। পরে তাকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।