আজ- ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ বুধবার  বিকাল ৩:৩২

টাঙ্গাইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে হত্যা মামলায় মজিদ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সুরুজ সরকার ওই রায় ঘোষণা করেন।


রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌসুলি (পিপি) মো. মনিরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৭ সালের ২৭ জানুয়ারি টাঙ্গাইলের ভূঞাপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মজিদের সঙ্গে নওশের আলীর ঝগড়া হয়। একপর্যায়ে কোদালের বাড়িতে আঘাতপ্রাপ্ত হয়ে নওশের আলী মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।


পিপি মনিরুল ইসলাম খান আরও জানান, একই বছরের ১০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা দুজনের নাম বাদ দিয়ে মজিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ওই রায় দেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno