আজ- রবিবার | ১৬ নভেম্বর, ২০২৫
১ অগ্রহায়ণ, ১৪৩২ | সন্ধ্যা ৭:১৯
১৬ নভেম্বর, ২০২৫
১ অগ্রহায়ণ, ১৪৩২
১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে ‘হৃদয়ে পাপিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের প্রেসিডিয়াম মেম্বার মাজহারুন নেছা পাপিয়া ওরফে পাপিয়া সেলিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘হৃদয়ে পাপিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার(২০ জুলাই) সন্ধ্যায় পাপিয়া স্মৃতি সংসদ এ উপলক্ষে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব এবং জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মনোয়ারা বেগম, জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মো. শাহজাহান মোল্লা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারী জেনারেল কামাল বায়োজিদ, প্রেসিডিয়াম মেম্বার উত্তম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল চন্দন রেজা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।

স্মৃতিচারণে অংশ নেন, জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি খন্দকার মোখলেছুর রহমান(মনি খন্দকার), বিশিষ্ট সাংবাদিক ও হৃদয়ে পাপিয়া গ্রন্থের সম্পাদক মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার সরোয়ার জাহান শামীম, দৈনিক আকাশ বার্তা পত্রিকার সম্পাদক রুহুল আমীন, সাপ্তাহিক বিপ্লব বার্তা পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক বিপ্লব ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, প্রয়াত মাজহারুন নেছা পাপিয়ার স্বামী ও পাপিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. সেলিম তরফদার। স্বাগত বক্তব্য রাখেন, পাপিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এবং সুরকার, গীতিকার ও স্গংীত শিল্পী ফিরোজ আহামেদ বাচ্চু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনজ সোম ও জেমীন আক্তার বন্যা। পরে ‘হৃদয়ে পাপিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়