দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের পিয়াসী চাইনিজ রেস্টুরেন্টে হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা বিরোধী এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২২ মে) বিকালে অনুষ্ঠিত ওই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, দৈনিক বজ্রশক্তি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এসএম সামসুল হুদা। এ সময় হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামূল হক বাপ্পা ও টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. সাজ্জাদ কাদির খান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে দৈনিক বজ্রশক্তির সম্পাদক এসএম সামসুল হুদা জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও অপরাজনীতি থেকে দেশ ও জাতিকে উদ্ধার করতে হেযবুত তওহীদের পক্ষ থেকে আট দফা প্রস্তাবনা উপস্থাপন এবং পাঁচ দফা সহযোগিতা প্রত্যাশা করেন।
জঙ্গিবাদের উৎপত্তি ধর্মের অপব্যাখ্যা থেকে উল্লেখ করে তিনি বলেন, এটি একটি আদর্শিক বিষয়। তাই জঙ্গিবাদ নির্মূলে সরকারিভাবে শক্তি প্রয়োগের পাশাপাশি আদর্শিকভাবে মোকাবলা করতে হবে। সে লক্ষ্যে ধর্মের সঠিক ব্যাখ্যা যুবক শ্রেণির মাঝে সম্প্রসারিত করার প্রতি তাগিদ দেন তিনি। হেযবুত তওহীদ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় টাঙ্গাইলের বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা ছাড়াও হেযবুত তওহীদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।