দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ১২৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।
তাদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১২জন, বাসাইলে দুই জন, কালিহাতীতে ৪ জন, ঘাটাইলে ৪ জন ও গোপালপুর উপজেলায় দুই জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ১৬ জন। সোমবার(৩১ মে) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ২০১ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছে মোট ৮১ জন।
এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে মোট ২৮৮জন রোগী ভর্তি হয়। তাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২০৯জন। উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে ৬০জন।
বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ বেডে ৩জন ও জেনারেল বেডে ৬জন নিয়ে মোট ৯জন রোগী চিকিৎসাধীন রয়েছে।