দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে আগামী ১ মে থেকে স্মার্ট কার্ড দেয়া শুরু করা হবে। টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১২টি ইউনিয়নে এ স্মার্ট কার্ড দেয়া হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল পৌরসভার মোট ভোটার ১ লাখ ১৭ হাজার ৭৩৩ জন। এরমধ্যে পুরুষ ৫৭ হাজার ৪৫৮ জন ও নারী ভোটার ৬০ হাজার ২৭৫ জন। টাঙ্গাইল পৌরসভা ও ১২টি ইউনিয়ন মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৪০৭।
টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে আমরা একটি নিদের্শনা পেয়েছি যেখানে আগামি ১ মে থেকে টাঙ্গাইল সদর উপজেলায় স্মার্ট কার্ড দেয়া শুরু করা হবে বলে জানানো হয়েছে।
এ লক্ষে আমরা গত ২০ এবং ২১ মার্চ মাইকিং করেছি। যদি কারও জাতীয় পরিচয় পত্রে ভুল থাকে তারা যেন সংশোধনের জন্য ২৩ মার্চের মধ্যে উপজেলা নির্বাচন অফিসে আবেদন করে। এরমধ্যে ৩৫০ টির মতো আবেদন পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে নির্বাচন অফিসে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, টাঙ্গাইল সদর উপজেলার মোট ৩ লাখ ৭২ হাজার ৪০৭ জন ভোটারকে নির্ভুল জাতীয় পরিচয় পত্র দিতে পারব এবং এটি টাঙ্গাইলবাসীর জন্য গৌরবের বিষয় হয়ে থাকবে।
তিনি জানান, আমরা স্মার্ট কার্ড বিতরণের কোন শিডিডল পাইনি। ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক একটি শিডিউল দেয়া হবে। সে অনুযায়ী ইউনিয়ন ও ওয়ার্ডে নিদিষ্ট একটি প্রতিষ্ঠানে কেন্দ্র স্থাপন করব। এর জন্য কখন, কোথায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে এজন্য প্রচারণা চালাব। আশা করছি সাধারণ মানুষ খুব সহজেই এই স্মার্ট কার্ড হাতে পাবে।
তিনি বলেন, স্মার্ট কার্ড নেয়ার সময় চোখের আইরিশ এবং ১০টি আগুলের ছাপ দিয়ে নিতে হবে। কেউ যদি নিদিষ্ট সময়ে স্মার্ট কার্ড নিতে না পারে তাহলে তারা জেলা নির্বাচন অফিস থেকে পরে সংগ্রহ করতে পারবেন।